SUZUKI GIXXER SOKET JUMPER hhh

  • In Stock

  • 0 Review(s)

Price :

Product SKU: g3V60904n7

সাসপেনশন / সকার এর সতর্কতা ❓
সাসপেনশন মূলত শক্তিশালী স্প্রিংয়ের তৈরি যা মোটরসাইকেলের চাকাকে ভূমির সঙ্গে আটকে রাখে এবং আরোহীকে ঝাঁকুনি থেকে বাঁচায়।
সাসপেনশন এর কোয়ালিটি বাইকের ধরন ভেদে হয়ে থাকে। সুপার স্পোর্টস বাইকের জন্য একরকম আবার কমিউটার বাইকের জন্য আরেক রকম।
বাইকের সাসপেনশন ভালো রাখতে নিয়মিত এর যত্ন নিতে হয়। তো চলুন এই সম্পর্কে সামান্য আলোচনা করা যাক…
প্রথমেই জেনে নেওয়া যাক কি কি কারনে বাইকের সাসপেনশন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়
# খারাপ রাস্তায় চালালে
আপনি যদি নিয়মিত খারাপ রাস্তায় হাই স্পিডে বাইক চালান এটা যেমন বাইকের সাসপেনশনে অতিরিক্ত চাপ প্রয়োগ করবে পাশাপাশি বাইকের চেসিস এর সমস্যা হতে পারে। নিয়মিত খারাপ রাস্তায় উচ্চ গতিতে বাইক চালালে বাইকের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট হয়ে যায়।
# ওজন
নির্দিষ্ট ওজনের চাইতে বেশি ওজন নিয়ে বাইক চালালে সাসপেনশনে যে স্প্রিং থাকে, তার শক্তি কমে যায়। এতে সামান্য ঝাঁকিতেই চেসিস এর সাথে সাসপেনশন লেগে বাজে শব্দ করে।
# অসাবধানতা
বাইকের বেশির ভাগ পার্টস আমাদের পরিবর্তন করা লাগে অসাবধানতার কারনে। শুরু থেকে পরিচর্যা করলে দেখা জেত এই পার্টস আরো কিছুদিন চালানো যেত।
কিভাবে বুঝবেন আপনার বাইকের সাসপেনশন পরিবর্তন করতে হবে
বাইকের সাসপেনশনের একটা নির্দিষ্ট সময় থাকে, এর পরে এটা খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক। তবে এটা নির্ভর করে চালানোর ধরনের উপর। এই ভিন্নতার কারনে কারো টা আগেই নষ্ট হয়ে যায় আবার কারো টা এর বেশি সময় ধরে সার্ভিস দেয়।
ধরে নেওয়া হয় একটি সাসপেনশনের স্বাভাবিক আয়ু ১০,০০০ কিঃ মিঃ বা ২ বছর।
. যখন দেখবেন বাইক চালানোর সময় ঝাঁকুনি বেশি লাগছে। মানে আপনি যখন বাইক কিনেছিলেন সেই সময় থেকে বর্তমান সময়ে ঝাঁকুনির মাত্রা বেশি অনুভত হচ্ছে।
. সাসপেনশন কাজ করার সময় শব্দ হচ্ছে। মনে হচ্ছে কিছুতে বাড়ি খাচ্ছে।
. স্বাভাবিকের চেয়ে বেশি শক্ত বা নরম অনুভত হচ্ছে।
. বাইক কোন একপাশে বেশি হেলে যাচ্ছে।
. ভালো রাস্তায় আপনি ঝাকি অনুভব করছেন?
. ঝাকি খাবার পরে বা সাসপেনশন ডেবে জাবার পরে পুনরায় স্বাভাবিক অবস্থানে আসতে সময় নিচ্ছে।
প্রতিবার বার সার্ভিস এর সময় চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। সাসপেনশনের অয়েল লিক করছে কিনা? স্প্রিং এর ভাজে ভাজে ইট বা পাথরের কনা আটকে আছে কিনা? মাঝে মাঝে অন্য যানবাহনের চাকা থকে ছিটকে আসা কনা অনেক সময় স্পিরিং এর মাঝে আটকে যায়।
বাইক ভালো রাখতে এর পরিচর্যার কোন বিকল্প নেই।


Ratings & Reviews

0.0

No Review Found.


To Review


To Comment